বান্দরবানে সিএনজি-মাহিন্দ্র চালক শ্রমিক ইউনিয়নের অনন্য উদাহরণ

NewsDetails_01

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত সারা দেশব্যাপী লকডাউন চলছে। লক ডাউনের কারণে নিন্ম আয়ের মানুষ বিপাকে পড়েছে। এই কারণে সরকারের পাশাপাশি বান্দরবান জেলার সিএনজি-মাহিন্দ্র চালক শ্রমিক ইউনিয়নের নেতারা নিজস্ব তহবিল থেকে নিজেদের চালকদের খাদ্য সামগ্রী সহযোগিতা দিয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) সকালে বান্দরবানের ট্রাফিক মোড়ে শ্রমিক ইউনিয়নের ডাকে সাড়া দিয়ে জেলার পুলিশ সুপার জেরিন আক্তার চালকদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় পুলিশ সুপার জেরিন আক্তার ১০জন সিএনজি-মাহিন্দ্র চালক শ্রমিকের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

NewsDetails_03

প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার জেরিন আক্তার সিএনজি-মাহিন্দ্র চালক শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারের ঘোষিত নির্দেশনা ও নিয়ম কানুন মেনে চলতে হবে। সাময়িক কষ্ট হলেও সরকারের নির্দেশে পুলিশ আপনাদের পাশে থেকে সহযোগিতা দিয়ে যাবে।

নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক বাহাদুর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো: সালাউদ্দিন মামুন, জেলা সিএনজি-মাহিন্দ্র চালক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক শহীদুল ইসলাম, উপদেষ্টা মাহাবুবুল করিম, মো: আনিচ ও সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নয়ন সহপ্রমুখ।

জেলা সিএনজি-মাহিন্দ্র চালক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, আমাদের উপার্জিত টাকার একটি অংশ নিজস্ব তহবিলে জমা রাখা হয়। সেই টাকা চালক শ্রমিকদের যেকোনো বিপদে সহযোগিতা দেওয়া হয়। সরকারের দিকে চেয়ে না থেকে আমাদের নিজস্ব তহবিল থেকে ২শ জন সিএনজি-মাহিন্দ্র চালক শ্রমিকদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।

যদি কোনো কারণে লক ডাউনের সময় বেড়ে যায় তাহলে চালক শ্রমিকরা আরো বেশি বিপদের সম্মুখিন হবে,এ থেকে উত্তরণের জন্য সেক্ষেত্রে সরকার ও সরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সিএনজি-মাহিন্দ্র চালক শ্রমিক ইউনিয়নের নেতারা।

আরও পড়ুন