বান্দরবানে খ্রীষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশে (সিসিডিবি) গরীব ও দরিদ্র সুবিধা ভোগীরদের মাঝে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বান্দরবান শহরের সিসিডিবি অফিসের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিসিডিবি’র এলাকা ব্যবস্থাপক সুদীপন খীসা এবং সহযোগী সংস্থার নির্বাহী পরিচালক লাল জারলং বম।
সিসিডিবি’র আর্থিক সহযোগিতায় সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচী (সিপিআরপি) প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা ক্যাফ। সিপিআরপি প্রকল্পের আওতায় মারমা, ম্রো, ত্রিপুরা,তঞ্চঙ্গ্যা, চাকমা ও খিয়াং জনগোষ্ঠীর মোট ৩৪টি সমিতির মাঝে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। এরমধ্যে গবাদি পশু পালনের জন্য ১শ জনকে বার হাজার টাকা, ছাগল পালনের জন্য ৭৯ জনকে দুই হাজার টাকা ও ক্ষুদ্র ব্যবসা করার জন্য ৪৭ জনকে ৬হাজার টাকা সহায়তা করা হয়।