বান্দরবানে সীমাঘর ও লোকসুখ জাদীর মুকুট স্থাপন

NewsDetails_01

বান্দরবানে সীমাঘর ও লোকসুখ জাদীর মুকুট স্থাপন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর
বান্দরবানে সদর উপজেলার ওয়াব্রাইং পাড়া বৌদ্ধ বিহারের সীমাঘর ও লোকসুখ জাদীর মুকুট স্থাপন অনুষ্টান অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকালে ওয়াব্রাইং পাড়া বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, মহা সংঘদান,অষ্ট পরিষ্কারদান, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনার মধ্যে দিয়ে বিহারের সীমাঘর ও লোকসুখ জাদীর মুকুট স্থাপন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবান চাকমা, পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মীনি মে হ্লা প্রু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মংওয়ে প্রু, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য লক্ষীপদ দাশ, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,সদস্য তিং তিং ম্যা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডাক বাংলা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘনায়ক ভদন্ত উ ঞানা ওয়াই সা মহাথের, উসমা মহাথের, উনাইন্দা ওয়াইসা মহাথের, উ খ্যামাচারা মহাথের, উঞানা মহাথের,উসারা মহাথের, উ পাইন্দা ওয়াইসা মহাথের ও ওয়াব্রাইং পাড়া বৌদ্ধ বিহারের উ ইন্দাচারা মহাথের উপস্থিত ছিলেন।

আরও পড়ুন