বান্দরবানে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে ৬৯ পদাতিক ব্রিগেডের আওতাধীন বান্দরবানের থানচি, রুমা, রোয়াংছড়ি, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ী এলাকায় বিভিন্ন চার্চ এ খাদ্য সামগ্রী ও প্রত্যেক সমিতিকে খেলাধূলা ও সাংস্কৃতিক উপকরণ এবং হতদরিদ্র ব্যক্তিদের মাঝে নগদ ৩ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করে সেনাবাহিনী।

তারই ধারাবাহিকতায় আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বান্দরবান সেনানিবাসের মিলনায়তনে বিভিন্ন উপজেলার দুর্গম এলাকা থেকে আগতদের মাঝে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়।

NewsDetails_03

এসময় রুমা, রোয়াংছড়ি, আলীকদম জোনের আওতাধীন প্রত্যেক চার্চ এর জন্য খাদ্য সামগ্রী (চাল ৪০ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি ১০ কেজি, চা পাতা ৫ কেজি, লবণ ৫ কেজি ও আনুষাঙ্গিক মসলা) বিতরণ করেন সেনা সাব জোনের সাবজোন কমান্ডাররা।

অনুদান পেয়ে প্রাতাপাড়া এলাকার কমিউনিটি ব্যাপ্তিষ্ট চার্চেও ধর্মগুরু সার ত্লিং বম ও ভারপ্রাপ্ত কারবারি পাকত্লিরং বম বলেন,‘বড়দিন আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগীতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন নিয়ে উৎসবের আয়োজন করতে পারবো।

বড়দিনের উৎসব আয়োজনের ব্যাপারে বান্দরবান সেনা রিজিয়নের জি টু আই মো: শায়েখ উ জামান বলেন, চার্চ গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দুর্গম এলাকার প্রত্যেক পাড়াগুলোতে সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধ পরিকর।

আরও পড়ুন