বান্দরবানে সেনাবাহিনীর মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১: আহত ৯

NewsDetails_01

আহতদের উদ্ধার করছে সেনা সদস্যরা
বান্দরবান-রুমা সড়কের ১২ মাইল নামক এলাকায় সেনাবাহিনীর একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছে। নিহতের নাম মো: ওবায়দুল। এই সময় ৯ জন আহত হয়েছেন।
আহতরা হলেন সৈনিক আরিফ,সার্জেন- কামাল,কর্পোরাল ফারুখ,সিভিল মাসুদ,সৈনিক হালিম,তপন (হেলপার)ও রিটু (চালক)। আজ বুধবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, দমকলবাহিনীর সদস্য ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান, পরে সেনা সদস্য ওবায়দুল নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।
বান্দরবান সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. প্রত্যুস পাল জানান, আহত সেনা সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, আহতদের কারও অবস্থা গুরুতর নয়।

আরও পড়ুন