পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য। আাগামীকাল শনিবার বিকেলে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিস্কার করছিলেন। এ সময় হঠাৎ ওই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর আহতদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে জাহেদুল মারা যান। আহতরা হলেন, সৈনিক হাসান, তারেকুল, আসাদ, নিপুন চাকমা, রাজু, মোস্তাফিজ ও আরিফ, অন্যদের নাম জানা সম্ভব হয়নি।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে কর্মরত সদর থানার পুলিশ সদস্য মো: শাহিন মিয়া বলেন, ঘটনার পর তাদের বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে আনা হয়, সেখান থেকে তাদের হেলিকপ্টার যোগে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বিস্ফোরনের শব্দে গোটা এলাকা প্রকম্পিত হওয়ার কারনে এই ঘটনার পর আমতলী এলাকার স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে। ঘটনার পর সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।
বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত কয়েকবছর আগে আমতলী এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে পরিত্যাক্ত সেল ও বোমা বিস্ফোরনে নিহত ও আহত হবার ঘটনা ঘটে।