মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বান্দরবানে মাউন্টেন বাইক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চত্বর থেকে মাউন্টেন বাইক প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতার,জেলা পরিষদের মুখ্য নিবার্হী কর্মকর্তা এটিএম কাউছার হোসেনসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসকারি প্রতিষ্টানের কর্মকর্তারা।
এসময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত মাউন্টেন বাইক প্রতিযোগিতায় ৫০জন বাইকার ৫০ কিলোমিটারের পথে যাত্রা করেন।
It’s good for up coming generation to encourage.