ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স চালুর দাবিতে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার উদ্যোগে সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা এর মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক এর বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় সিভিল সার্জন কার্যালয়ে উক্ত স্বারকলিপি প্রদান করেন স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের বান্দরবান জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক মিথুন কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মংম্যানু মারমা, স্বাস্থ্য পরিদর্শক দোলন কান্তি দাশ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা থোয়াইনু মারমা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মংশৈই মারমা, আলো রাণী চাকমা, উনু মারমা, চিমা প্রু মারমা, স্বাস্থ্য সহকারী নাইম উদ্দিন, উমং প্রু, শৈবাই মারমা সহ প্রমুখ। স্বারকলিপি প্রদান শেষে সিভিল সার্জন কার্যালয়ের প্রাঙ্গনে ৫টি বিভিন্ন ফলজ গাছের চারা রোপন করা হয়।