বান্দরবানে স্বেচ্ছাসেবী সংগঠনের মাস্ক বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতায় অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বান্দরবান জেলা সদরের ট্রাফিক মোড়ের পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন স্বেচ্ছাসেবীরা ।

জনগণের মাঝে মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইসলাম বেবী, বান্দরবান সদরের পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফাহিম, ডা: মাহাজাবিন হক, ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির সদস্য আবদুল্লাহ আল ফয়সাল ।

NewsDetails_03

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বান্দরবান মালাই ফুডস্ এর সহযোগিতায় জেলা শহরের বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৫০০ জনের মাঝে এই মাস্ক বিতরণ করেন স্বেচ্ছাসেবীরা ।

মাস্ক বিতরণ এর আগে স্বেচ্ছাসেবীরা ছোট ছোট দলে ভাগ হয়ে করোনা ভাইরাসের বিষয়ে বিভিন্ন জনসচেতনতামূলক লেখা সম্বলিত ফেস্টুন নিয়ে ব্যস্ততম সড়কে দাঁড়ায় ।

সারাদেশের ৮টি বিভাগে ৩৫ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক কর্মী নিয়ে দেশের জাতীয় সমস্যা, সম্ভাবনা, যেকোন দূর্যোগ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ নিযে কাজ করে বলে জানান ভলান্টিয়ার পর বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির সদস্য আবদুল্লাহ আল ফয়সাল ।

আরও পড়ুন