বান্দরবানে সড়ক দুর্ঘটনায় এক জীপ চালক নিহত হয়েছে। নিহতের নাম সিংওমং মারমা (৩৫), তিনি বান্দরবানের রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের হ্লাফাইমুখ এলাকার বাসিন্দা।
সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮মার্চ) সকাল ১০টার সময় জেলা সদর থেকে একটি জীপ গাড়ী মালামাল বোঝাই করে কুহালং ইউনিয়নে রওনা হয়।

এসময় গাড়ীটি কুহালং এর ৮নং ওয়ার্ড ভাঙ্গামুরা এলাকায় পৌঁছালে পাহাড়ী রাস্তায় উপরে ওঠতে গেলে গাড়ীটি পাহাড়ের ঢাল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় গাড়ীতে থাকা ৩যাত্রী লাফ দিয়ে বেঁচে গেলে ও ঘটনাস্থলে চালক মারা যায়।
এদিকে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ও স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহত জীপ চালক সিংওমং মারমার লাশ হাসপাতালের মর্গে আনা হয়েছে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।