বান্দরবানে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলায় দুই যুগ আগে সংঘটিত হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পলাতক সাজাপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইঁয়া আদালত এই আদেশ দেন।

আদালত ও পুলিশ সূত্র জানায়, ১৯৯৮ সালের ১১ই নভেম্বর জেলার রুমা উপজেলায় গ্যালেঙ্গা ইউনিয়নের রুমা-চিম্বুক সড়কের প্যালেপাড়া রাস্তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় মেনরুং ম্রো কে। এ ঘটনায় রুমা থানায় মামলা দায়ের করেন নিহতের স্বজন ইয়াংক্লাং ম্রো। উক্ত মামলায় আদালতে ছয় স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহন এবং তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ২ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইঁয়া আদালত। একইসাথে প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

NewsDetails_03

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, প্যালেপাড়া প্রধান কার্বারী প্যালে ম্রো ও নাকলেং ম্রো ।সাজাপ্রাপ্ত আসামীরা পলাতক রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদালতের নাজির কামরুল হাসান।

এই ব্যাপারে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ইকবাল করীম বলেন, রুমা উপজেলা সড়কে সংঘটিত হত্যা মামলায় ২ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একইসাথে উভয়কে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর থেকেই সাজার সময় কার্যকর হবে।

আরও পড়ুন