নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমনে নিহত ১ : শিশু আহত

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাত্র তিন দিনের ব্যবধানে সোনাইছড়ি ইউনিয়নের গোমাতলী নতুন পাড়া গ্রামে বন্য হাতি আক্রমন চালিয়ে সিদ্দিক আহাম্মদ (৯৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ব্যক্তি ওই গ্রামের বশরত আলীর পুত্র।

সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যনিং মার্মা জানা, আজ ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর রাত ৩ টার দিকে একদল বন্যহাতি ইউনিয়নের গোমাতলী নতুন পাড়া গ্রামে হানা দিয়ে বেশ কয়েকটি ঘরবাড়ি ভাংচুর করে। ঐসময় লোকজন পালানোর সময় বৃদ্ধ সিদ্দিক আহাম্মদ কে হাতির দল শুড় দিয়ে আছাড় মারলে সে ঘটনা স্থলেই প্রান হারায়। ঘটনার পর সোনাইছড়ি পুলিশ ফাড়ীর ইনচার্জ খায়রুল ওয়ারা রবিন ঘটনা স্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্বার করেন।

NewsDetails_03

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, লাশ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য,মাত্র তিন দিনের ব্যবধানে উপজেলার সদর ইউনিয়নের চাকঢালার কালুকাটা-দৌছড়ি ইউনিয়নের লাংখায় এলাকায় ও সোনাইছড়ি ইউনিয়নের গোমাতলী এলাকা এই তিন ইউনিয়নে বন্যহাতির আক্রমনে তিন ব্যক্তি নিহতের ঘটনায় স্থানীয়রা আতংকে রাত কাটছে।

আরও পড়ুন