বান্দরবানের পর্যটন স্পটগুলো কাল শুক্রবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্ত সাপেক্ষে কাল থেকে পর্যটন স্পটগুলো খুলে দেয়া হবে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন। তবে হোটেল/মোটেল/গেষ্ট হাউস/রেষ্ট হাউস/কটেজ/ রিসোর্টগুলোকে মানতে হবে যেসব শর্ত তা আমরা তুলে ধরছি।
🟣 প্রবেশ মূখে বেসিন, ডিসইনফেকশন ট্রে, তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা গ্রহন করতে হবে।
🟣 লবিসহ সকল রুমে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে।
🟣 চেক-ইন করায় সময় বিদেশি পর্যটকের পিসিআর পরীক্ষা রিপোর্ট সঠিক ভাবে দেখে নিতে হবে।
🟣 অভ্যর্থনা ডেস্কে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম যেমন; জীবানুনাশক, টিস্যু, ফেস মাস্ক, ফ্রেস শিল্ড, চশমা, সুরক্ষামূলক অ্যাপ্লোন, লম্বা হাতার গাউন ইত্যাদি রাখার ব্যাবস্থা করতে হবে।
🟣 স্বাস্থ্যবিধি মেনে লিফট ব্যবহার করতে হবে।
🟣 ফুড সার্ভিস/হোটেলের রেষ্টুরেন্টে তিন ফুট দূরত্বে বসে খাবার গ্রহনের ব্যবস্থা করতে হবে।
🟣 শেফ/ওয়েটারদের সকল স্বাস্থ্যবিধি প্রতিপালন বাধ্যতামূলক।
🟣 কর্মচারীদের নিয়মিত করোনা টেষ্ট করাতে হবে।
🟣 কনফারেন্স, সুইমিং পুল প্রভৃতি সুবিধা বন্ধ থাকবে।
🟣 পর্যটকের প্রতি পালনীয় শর্তবলীর একটি লিফলেট পর্যটক কে প্রদান করতে হবে।
🟣 কাগজের ব্যবহার যথা সম্ভব কমানো (অনলাইনে মাধ্যমকে উৎসহিত করতে হবে)।
🟣 অতিথিদের বিনোদন ক্ষেত্রে যেমন:দর্শক সমেত সাংস্কৃতিক অনুষ্টান, স্পা, জিম এবং খেলার ঘর জীবাণুমুক্ত করতে হবে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা রাখতে হবে।
🟣 পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে কার্যকর পরিকল্পনা গ্রহন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে বাস্তবায়ন করতে হবে।