বান্দরবানে হোটেল-মোটেলকে যেসব শর্ত মানতে হবে

NewsDetails_01

বান্দরবানের পর্যটন স্পটগুলো কাল শুক্রবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্ত সাপেক্ষে কাল থেকে পর্যটন স্পটগুলো খুলে দেয়া হবে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

NewsDetails_03

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন। তবে হোটেল/মোটেল/গেষ্ট হাউস/রেষ্ট হাউস/কটেজ/ রিসোর্টগুলোকে মানতে হবে যেসব শর্ত তা আমরা তুলে ধরছি।

🟣 প্রবেশ মূখে বেসিন, ডিসইনফেকশন ট্রে, তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা গ্রহন করতে হবে।
🟣 লবিসহ সকল রুমে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে।
🟣 চেক-ইন করায় সময় বিদেশি পর্যটকের পিসিআর পরীক্ষা রিপোর্ট সঠিক ভাবে দেখে নিতে হবে।
🟣 অভ্যর্থনা ডেস্কে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম যেমন; জীবানুনাশক, টিস্যু, ফেস মাস্ক, ফ্রেস শিল্ড, চশমা, সুরক্ষামূলক অ্যাপ্লোন, লম্বা হাতার গাউন ইত্যাদি রাখার ব্যাবস্থা করতে হবে।
🟣 স্বাস্থ্যবিধি মেনে লিফট ব্যবহার করতে হবে।
🟣 ফুড সার্ভিস/হোটেলের রেষ্টুরেন্টে তিন ফুট দূরত্বে বসে খাবার গ্রহনের ব্যবস্থা করতে হবে।
🟣 শেফ/ওয়েটারদের সকল স্বাস্থ্যবিধি প্রতিপালন বাধ্যতামূলক।
🟣 কর্মচারীদের নিয়মিত করোনা টেষ্ট করাতে হবে।
🟣 কনফারেন্স, সুইমিং পুল প্রভৃতি সুবিধা বন্ধ থাকবে।
🟣 পর্যটকের প্রতি পালনীয় শর্তবলীর একটি লিফলেট পর্যটক কে প্রদান করতে হবে।
🟣 কাগজের ব্যবহার যথা সম্ভব কমানো (অনলাইনে মাধ্যমকে উৎসহিত করতে হবে)।
🟣 অতিথিদের বিনোদন ক্ষেত্রে যেমন:দর্শক সমেত সাংস্কৃতিক অনুষ্টান, স্পা, জিম এবং খেলার ঘর জীবাণুমুক্ত করতে হবে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা রাখতে হবে।
🟣 পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে কার্যকর পরিকল্পনা গ্রহন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন