বান্দরবানে হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু

sport picজাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক তৃণমূল পর্যায়ে হ্যান্ডবল প্রশিক্ষণ বান্দরবানে শুরু হয়েছে। বুধবার বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামের মিলনায়তনে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগীতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দীপ্তি কুমার বড়ুয়া, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী প্রমুখ। উদ্ভোধনী খেলায় সভাপতিত্ব করেন দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। সাত দিনের প্রশিক্ষণে বান্দরবানের ২০ কিশোর এবং ২০ কিশোরী হ্যান্ডবল খেলোয়াড় অংশ গ্রহন করেন।

আরও পড়ুন