বান্দরবানে ১লক্ষ ৩৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১ লক্ষ ৩৫ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (২২)। সে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়ার আবদুর রশিদের পুত্র। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫ লাখ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়,বুধবার (২৫ আগস্ট) রাতে নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

NewsDetails_03

এই ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আনোয়ার হোসেন কৌশলে মাদক কারবার করে আসছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালানো হয়। তার সিন্ডিকেটে কারা জড়িত তার তদন্ত চলছে।

এ ব্যাপারে আনোয়ারের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক মামলা করা হচ্ছে এবং বৃহষ্পতিবার (২৬ আগস্ট) সকালে আনোয়ারকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

আরও পড়ুন