মাসব্যাপী এ কর্মসূচির আওতায় বান্দরবান সদর উপজেলার ৫টি ইউপি এবং বান্দরবান পৌরসভার ৫৪ হাজার ৪৬ জন নাগরিকের মাঝে এই কার্ড বিতরণ করা হবে।
বান্দরবান সদর উপজেলা জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাৎ হোসেন জানান,আগামী ১লা ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর বান্দরবানের ৯ টি ওয়ার্ডের ভোটারদের মধ্যে এই স্মাট কার্ড বিতরণ করা হবে। সকাল নয়টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রতিদিন এই কার্ড বিতরণ কার্যক্রম চলবে।