পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল এমরান, জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান,পৌর মেয়র ইসলাম বেবী, সিভিল সার্জন ডা: অংসুই প্রু’সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
এই সময় বীর বাহাদুর বলেন, সেনাবাহিনী যেকোনো দুর্যোগের সময় জনগণের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য ও সহযোগিতা করেন, বান্দরবানে ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হলে তার সকল চিকিৎসাভার গ্রহণ করবেন বলে ঘোষণা দেন মন্ত্রী।
বান্দরবান সেনা রিজিয়ন, স্বাস্থ্য বিভাগ ও চট্টগ্রামের চিকিৎসক টিমের সহযোগিতায় বেসরকারি প্রতিষ্ঠান ইমানুয়েল মেডিকেল সেন্টার এর আয়োজনে এই চিকিৎসা সেবা বিনামুল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্টিত হয়। ৩০ জন ডাক্তার জেলা ও উপজেলার প্রায় ৫ রোগীকে এই বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করে।