শনিবার সকালে সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমীর মুখ এলাকা উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন“বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তরিকতায় আজ পার্বত্য অঞ্চলের নানামুখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে উপস্থিত সকলের প্রতি আহবান করেন।
তিনি স্থানীয় সুশীল সমাজের ব্যাক্তিবর্গের উদ্দেশ্যে বলেন “ বর্তমান বাংলাদেশ সরকারে আমলে দেশের প্রতিটা অঞ্চলে আজ শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। তারেই ধারাবাহিকতায় প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে। অভিভাবক সচেতন হলে আমাদের দেশ পাবে একটি সুশিক্ষিত জাতি। একজন শিক্ষিত ব্যাক্তি বা জাতি পারে তার দেশ এবং জনগণের অগ্রগতির অংশীদার হতে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা,সদর উপজেলা নির্বাহী র্কমকর্তা সুজন চৌধুরী,পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্রা সা খেয়াং, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রæ মারমা,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লা অং মার্মাসহ স্থানীয় সুশীল সমাজের ব্যাক্তিবর্গরা।