বান্দরবানে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (NDD) ব্যক্তিদের এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান জেলা সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় পার্বত্যমন্ত্রীর বাসভবনে এই চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোওয়ার, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংঞ্চগ্যা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টনমুহুরী সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও প্রতিবন্ধী নারী পুরুষরা।
অনুদান প্রদান অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সৃষ্টিকর্তা আমাদের সকলকেই সৃষ্টি করেছেন। এর মধ্যে একেক জনকে একেকভাবে সৃষ্টি করেছেন। এর মধ্যে অনেকে সুস্থ ও অনেকে প্রতিবন্ধী হয়।
তিনি আরো বলেন, প্রতিবন্ধী বা স্বাভাবিক যাই হোকনা কেন, তাদের সকলের প্রতি যত্নবান হতে হবে। প্রতিবন্ধীরাও সকলের মত লেখাপড়া করতে পারে, কাজ কর্ম করতে পারে । সুস্থ শিশুদের মত প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ নজর দিতে হবে ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবান জেলার ২০জন প্রতিবন্ধীর প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করেন ।