বান্দরবানে ২৪ঘন্টায় নতুন করে আক্রান্ত ২৩জন

NewsDetails_01

বান্দরবানে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ২৩জন।

নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে ১৭জন বান্দরবান সদর, ২জন রুমা, ২জন আলীকদম, ২জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

NewsDetails_03

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, এপর্যন্ত বান্দরবানে ১০হাজার ৭শত ৫১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৯হাজার ৯শত ৪৬জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ২হাজার ৭৩জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১হাজার ৫শত ৭৩জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১০জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে ২য় পর্যায়ে সিনোফার্মার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে এবং ১৮ হাজার ২জন ১ম ডোজ ও ১৬ হাজার ৪৩৬ জন ২য় ডোজ গ্রহন করেছে।

আরও পড়ুন