বান্দরবানে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৪২

বান্দরবানে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৪২জন।

আক্রান্তদের মধ্যে ২৭জন বান্দরবান সদর, ১জন রোয়াংছড়ি, ২জন রুমা, ৬জন লামা, ৪জন আলীকদম এবং ২জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

NewsDetails_03

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৯ হাজার ৮শত ৬৮জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৯হাজার ১৮জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ১হাজার ৮শত ১৬জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১হাজার ৮শত ১৬জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৮জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে ২য় পর্যায়ে সিনোফার্মার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে এবং ১০ হাজার ৬জন ১ম ডোজ ও ৮৩ জন ২য় ডোজ গ্রহন করেছে।

আরও পড়ুন