স্থানীয় সূত্রে জানা গেছে, অংথুই প্রু মারমা গত ২০ জুলাই থেকে বিদ্যালয়ের ফুটবল টিমের অনুশীলনের পর তার কক্ষে ডেকে নিত। সে সময় থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয় ভবনে তার নিজ কক্ষে ডেকে নিয়ে উক্ত ছাত্রীদের একাধিকবার ধর্ষন করে।
আরো জানা গেছে, এক পর্যায়ে উক্ত দুই ছাত্রী অসুস্থ হলে তার বড় বোন ঘটনাটি জানতে পারে। পরে তাদের অভিভাবকরা মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী সরণাপন্ন হলে তিনি সোমবার বান্দরবান সদর থানায় অভিযোগ করেন।
বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছি, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।