বান্দরবানে ৩টি বসতঘর আগুনে পুড়ে ছাই

বান্দরবান পৌর এলাকার লাঙ্গী পাড়ায় ৩টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে লাঙ্গী পাড়ায় মোঃ লোকমান হোসেন এবং মোঃ নওসা মিয়া এর বসত বাড়িতে হঠাৎ আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনা বাহিনী, পুলিশ ও পাড়ার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে প্রায় নগদ তিন লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

NewsDetails_03

স্থানীয় সূত্রে জানা যায়,আগুন কিভাবে লেগেছে তা জানা নাগেলেও রান্নার চুলা থেকে আগুন লেগেছে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।

বান্দরবান সদর থানার এস আই,মাজহারুল হক আগুনের ঘটনা সত্যতা নিশ্চিত করেন বলেন, অগ্নিকান্ডে আনুমানিক ১৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন