বান্দরবানে ৩৫টি শিকঁড় শিখন কেন্দ্রের শিশুদের মাঝে বই বিতরণ

NewsDetails_01

বান্দরবানের ৩৫টি শিকঁড় শিখন (ইসিসিডি) কেন্দ্রের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে বই বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন এর সহায়তায় বান্দরবান সদর উপজেলা বিএনকেএস এই অনুষ্ঠানের আয়োজন করে ।

শনিবার সকালের ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ এর বাসষ্টেশন কার্যালয়ের সভাকক্ষে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।

NewsDetails_03

বিএনকেএস এর নির্বাহী পরিচালক হ্লা সিং নু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনকেএস এর কর্মসূচি পরিচালক পেশল চাকমা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি এরিয়া প্রোগ্রাম অফিসার যোসেফ ত্রিপুরা, মনিটরিং অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার ক্যবাথোয়াই ও প্রজেক্ট কো-অর্ডিনেটর উবানু মারমা, স্বপ্নসিড়ি প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার ভানুনসিয়াম বম, সহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় করেন বিএনকেএস এর প্রকল্প কর্মকর্তা সাইং সাইং এ মারমা।
এসময় অনুষ্ঠানের আলোচনা শেষে ৩৫টি শিকঁড় শিখন (ইসিসিডি) কেন্দ্রের শিক্ষার উপকরন বাংলা বই, গণিত বই, ছড়া, কবিতা, গল্প বই, অংকন বই বিতরণ করেন প্রধান অতিথি ।

নির্বাহী পরিচালক হ্লা সিং নু জানান, সরকারের পাশাপাশি এনজিও প্রতিষ্ঠান হিসেবে বিএনকেএস বান্দরবান পার্বত্য জেলা সকলের সাথে সমন্বয় রেখে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। তারই আওতায় বান্দরবান পৌরসভা এলাকায় ৩৫টি শিশু প্রারম্ভিক শিক্ষা কেন্দ্রের ৭৫৬জন শিশুকে প্রাথমিক বিদ্যালয়ের যাওয়া পরিবেশ তৈরিতে সহায়তা করতে পেরেছি।

আরও পড়ুন