বান্দরবানে ৩ কোটি টাকার ২৮টি স্বর্ণের বার উদ্ধার : আটক-২
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে দিয়ে পাচারের সময় ৩ কোটি টাকার ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ দুজনকে আটক করে।
নাইক্ষ্যংছড়ি থানা সূত্রে জানা গেছে,আজ সোমবার সন্ধ্যায় উপজেলার আশারতলী সীমান্তের ৮ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশ মোঃ ফারুক (২৮) ও মরিয়ম বেগম (২৬) নামের দুইজনকে আটক করে। তারা মিয়ানমার থেকে স্বর্ণ গুলো চোরাই পথে এনে নিজ বাসায় প্রবেশের সময় পুলিশ তাদের আটক করে।

আরো জানা গেছে,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।
এই বিষয়ে থানা’র (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, অভিযানে তিন কোটি টাকার স্বর্ণের বার জব্দ করা হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, উক্ত চোরাকারবারি দীর্ঘ দিন ধরে মিয়ানমার থেকে চোরাই পথে স্বর্ণ এনে পাচার করছিল।