বান্দরবানে ৩ ঘন্টা কর্মবিরতি পালন করছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে সেসব পদে নার্সিং কর্মকর্তাদের পদায়নের একদফা দাবিতে কর্মবিরতি পালন করছে বান্দরবান নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
আজ মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে এ একদফা দাবিতে তিন ঘন্টার কর্মবিরতি পালন করছে বান্দরবান সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলে।
এসময় বক্তারা বলেন, প্রায় এক মাস ধরে আমরা এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘন্টার কর্মবিরতি পালন করছি। এরপর দুই তারিখ বুধবার থেকে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘন্টা কর্মবিরতি পালন করব। দাবি আদায় না মানলে আগামীতে শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারিও দেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। তবে হাসপাতালের জরুরী বিভাগ, অপারেশন থিয়েটার (ওটি), লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো আজ কর্মবিরতির আওতামুক্ত ছিলো এবং আগামীকালও আওতামুক্ত থাকবে বলে নিশ্চিত করেন তারা।