বান্দরবান জেলা সদরের মেঘলায় রেড ক্রিসেন্ট ইউনিট অফিসের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী,সেক্রেটারি একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, উপ সহকারী প্রকৌশলী মোঃ এরশাদ মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্রাসা খেয়াং, সদস্য তিংতিং ম্যা মারমা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মারমা উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, রেড ক্রিসেন্টের সদস্যরা দেশের যেকোন দূর্যোগে জনগনের পাশে থাকে এবং জনগণকে দূর্যোগ মোকাবেলায় সাহায্য করে। রেড ক্রিসেন্টের এটা উন্নয়ন ও বিপর্যয়ের প্রতিক্রিয়া অংশীদার হিসেবে মানবতাবাদের মান উন্নত করার জন্য কাজ করে।
এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, পৃথিবীর দেশে দেশে যুদ্ধ, দাঙ্গা, প্রাকৃতিক বিপর্যয়ে ক্লান্তিহীন ভাবে কাজ করে চলে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। রেড কমিটির সদস্য ও কর্মচারীদের নিষ্ঠা, অধ্যবসায় ও স্বার্থত্যাগ বহু মানুষকে জীবন দিয়েছে নতুন করে বাঁচতে শিখিয়েছে।