বান্দরবানে ৪,৬২১ জন কার্ডধারীর মধ্যে চাল বিতরণ
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে বান্দরবানে ভিজিএফ খাদ্যশস্য হিসেবে চাল বিতরণ করা হয়েছে। আজ
সোমবার (২৪ মার্চ) সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এসময় বান্দরবান পৌরসভার প্রশাসক এস,এম,মনজুরুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাব আলী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা প্রিয়তোষ চৌধুরী সহ সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে এবারে বান্দরবানে ৪ হাজার ৬ শত ২১ জন কার্ডধারীর মধ্যে সর্বমোট ৪৬.২১০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।