বান্দরবানে ৫শ পিস ইয়াবাসহ এক নারী আটক

বান্দরবান শহরে অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতের নাম নুর নাহার(৪৫)। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বান্দরবান শহরের বান্দরবান বাজারস্থ ০১ নং গলিতে নিউ বনফুল হোটেলের ভিতর থেকে এই নারীকে ইয়াবাসহ আটক করা হয়।

NewsDetails_03

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা, এ,এইচ,এম তৌহিদ করিব এর নেতৃত্বে গোয়েন্দা শাখার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান বাজারস্থ ০১ নং গলিতে নিউ বনফুল হোটেলের ভিতর থেকে নুর নাহারকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৫শ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ,এইচ,এম তৌহিদ কবির বলেন,আটকৃতের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিল ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন