শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন পৌর মেয়রের সহধর্মীনি কামরুল নেছা খানম বেবী, সুয়ালক মৌজার হেডম্যান মং থোয়াই চিং, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, রাজবিলা ইউপির সাবেক চেয়ারম্যান ক্যসিংশৈ,জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী উমেনু মার্মা,এমেচিং মার্মা,নিনি প্রু মার্মা,য়ইসা প্রু মার্মাসহ প্রমুখ। এসময় স্থানীয় বিভিন্ন হত দরিদ্রের মধ্যে প্রায় ৫ হাজার পিচ কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, এর আগেও বান্দরবানে হত দরিদ্র মানুষের পাশে গিয়ে বিভিন্ন পাড়ায় শীতবস্ত্র বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মীনি মেহ্লা প্রু ।