বান্দরবানে ৭ মামলার আসামি ঞোমংপ্রু মার্মা গ্রেফতার

বান্দরবান শহরে পুলিশের বিশেষ অভিযানে ৭টি মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি হলো পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মধ্যম পাড়ার বাসিন্দা অংসাচিং মার্মার পুত্র ঞোমংপ্রু মার্মা (৩২)।

NewsDetails_03

পুলিশ সুত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাসষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পলাতক এই আসামীকে গ্রেফতার করেছে,তার বিরুদ্ধে সাতটি বিভিন্ন মামলা রয়েছে। তিনি আরো বলেন, ৬টি মামলায় সে জামিনে থাকলে ও ১টি মামলায় সে পলাতক ছিলেন। আসামীকে বৃহস্পতিবার দুপুওে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন