এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ২নং কুহালং ইউপি চেয়ারম্যান সানু প্রু মার্মা, ২নং কুহালং ইউপি এর ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার আনু মা র্মামা, সেলিম রেজা, মানব উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন ,সুর্যমূখী শিশু কিশোর সংগঠনের সভাপতি মোঃ তারেকুর রহমান,বঙ্গবন্ধু শিশু কল্যাণ ফাউন্ডেশনের জেলা আহবায়ক মোঃ তাজ উদ্দিন,দি এশিয়ান এজ এর জেলা প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী, স্কুলের ছাত্র-ছাত্রী,অভিবাবকসহ সুশীল সামাজের লোকজন উপস্থিত ছিলেন ।
এসময় স্কুলের প্রধান শিক্ষক মনসুর হাবীব বলেন, বান্দরবানে বালাঘাটায় ২০১০ সালের জানুয়ারির প্রথম দিকে বিদ্যালয়টি প্রতিষ্টা করা হয় র্নাসারী থেকে ৫ম শ্রেণি পর্যন্ত কার্যক্রম শুরু হয়। পরর্বতীতে ২০১১ সাথে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে আইডিয়াল স্কুল থেকে প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষা ১৫ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করতে যাচ্ছে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৩৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে এবং এই প্রথম বারের মত ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে ৫ জন ছাত্রছাত্রী। পুরষ্কার বিতরণ শেষে স্কুল ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।