বান্দরবান আইনজীবী সমিতির নতুন সভাপতি কালাম, সম্পাদক এমদাদ

NewsDetails_01

সভাপতি আবুল কালাম, সম্পাদক এমদাদ
বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০১৯ এ আইনজীবী মুহাম্মদ আবুল কালাম সভাপতি ও বিনা প্রতিদ্বীতায় মোহাম্মদ এমদাদ উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে আবুল কালাম ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্ধী মুহাম্মদ জয়নুল আবেদীন পেয়েছেন ২৫ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে কৌশিক দত্ত পেয়েছেন ৪০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী আবু তালেব ১৪ ভোট। এছাড়া অর্থ সম্পাদক পদে শামসুল আলম ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. আবু জাফর পেয়েছেন ২৪ ভোট। মোট ৫৭ ভোটারের মধ্যে ৫৪ জন ভোটার তাদের ভোট প্রদান করে।
এর আগে সাধারণ সম্পাদক পদসহ ৪টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়। তারা হলেন সহ-সভাপতি মো. ইলিয়াছ শাহ, সাধারণ সম্পাদক পদে মো.এমদাদ উল্লাহ,পাঠাগার ও আইটি সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং নির্বাহী সদস্য বিমল তঞ্চঙ্গ্যা ও মোহাম্মদ তাওহীদুল ইসলাম।

আরও পড়ুন