বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্র দখলের অভিযোগ ভিত্তিহীন

NewsDetails_01

বান্দরবান জেলা বিএনপির সাধারন সম্পাদক জাবেদ রেজার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

আজ সোমবার দুপুরে জেলা শহরের গ্র্যান্ডভ্যালী হোটেলের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় সংবাদ সম্মেলনে ভয়েস অফ চট্টগ্রাম নামে একটি অনলাইন প্লাটফর্মে জেলা বিএনপির সাধারন সম্পাদক জাবেদ রেজাকে নিয়ে জমি দখলের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদ জানান নেতারা।

তারা বলেন, একটি পক্ষ দলের সাধারন সম্পাদককে দল থেকে মাইনাস করার চেষ্টা করছে এজন্য বাইরে থেকে ভাড়া করে এনে একটি ভুয়া অনলাইন নিউজ পোর্টাল এর মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে দলের সাধারন সম্পাদককে বিতর্কিত করার চেষ্টা করছে।

এসময় সংবাদ সম্মলনে দলের সাধারন সম্পাদক অভিযোগ করে বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল যারা দলের দু:সময়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারা এখন দলের সু:সময়ে ফায়দা লুটার জন্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাকে বিভিন্ন ভাবে বিতর্কিত করে দল থেকে মাইনাসের চেষ্টা করছে। 

NewsDetails_03

এসময় সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি লুসাই মং মারমা, সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন তুষার, বিএনপি নেতা নুরুল ইসলাম, চনুমং মারমাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

একটি রাজনৈতিক দলও সুসংগঠিত বিএনপিকে ধংস করতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন  বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা।

তারা বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন। এজন্য আমাদের সজাগ থাকতে হবে। দেশের ভেতরে-বাইরে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক। এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে। পার্বত্য বান্দরবানের মানুষ এর প্রমাণ। দুই যুগ ধরে আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। আজ দুপুরে বান্দরবান শহরের গ্রান্ডভ্যালী কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আগামীদিনে দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে জনগণের সরকার দরকার মন্তব্য করে জাবেদ রেজা বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে গেলে রাস্তা একটি। এজন্য আন্দোলন করতে গিয়ে বিএনপি’র লাখ লাখ মানুষ খুন, গুম ও মামলার শিকার হয়েছে। স্বৈরাচার পালিয়েছে। কিন্তু জনগণের রাজনৈতিক অধিকার এখনো অর্জিত হয়নি। এজন্য আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি’র আন্দোলন চলবে।

আরও পড়ুন