বান্দরবানে ঈদ জামাত অনুষ্ঠিত

dsc_0514 বান্দরবান ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল আটটায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন বান্দরবান বাজার মসজিদের খতিব এহসানুল হক আল মঈন।

NewsDetails_03

ঈদগাহ ময়দানে মুসল্লীদের উদ্দ্যেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তদারকি করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ এবং পৌর মেয়র বেবী ইসলাম ।

মঙ্গলবার সকাল ৮টার দিকে নামাজ শুরু হয়ে শেষ হয় ৮টা ৩০ মিনিটে। নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ঈদগাহের জামাতে এবার অন্যবারের চেয়ে অনেক বেশি লোক সমাগম হয়েছে।

আরও পড়ুন