বান্দরবান
মঙ্গলবার সকালে বান্দরবান শহরের বঙ্গবন্ধুৃ মুক্তমঞ্চ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে বান্দরবান সদর উপজেলা পরিষদে সভাকক্ষে এসে র্যালী শেষ হয় । এসময় র্যালীতে ব্যানার ফেষ্টুন, প্ল্যার্কাড হাতে নিয়ে বান্দরবানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।
পরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের সদস্য ও প্রাণিসম্পদ বিভাগের আহবায়ক মোস্তফা জামাল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আনিসুর রহমান, জেলা মৎস কর্মকর্তা এনায়েত হোসেন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ প্রাণি সম্পদ বিভাগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।
রাঙামাটি
রাঙামাটিতে তিন দিন ব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ শুরু হয়েছে। বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি জেলা প্রাণি সম্পদ বিভাগ আনুষ্ঠানিকভাবে সেবা সপ্তাহের শুরু করে। সকালে শহরের তবলছড়ি বাজার হতে এক র্যালি বের হয়ে শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণিসম্পদ বিভাগ কার্যালয়ে গিয়ে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। আজ মঙ্গলবার রাঙামাটির আসামবস্তী এলাকায় জেলা প্রাণি সম্পদ বিভাগ কার্যালয় প্রাঙ্গনে তিন দিন ব্যাপী সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
আলোচনা সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার। আজ তার সে স্বপ্ন পূরনে কাজ করে চলেছে তারই সুযোগ্য কণ্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণি সম্পদ সহ বিভিন্ন সেক্টরের উন্নয়নে কাজ করে যাচ্ছে। উন্নত ও আধুনিক পদ্ধতির মাধ্যমে কৃষি ও প্রাণিসম্পদে চাষী ও খামারীরা দ্বিগুন উৎপাদন বৃদ্ধি করতে পারছে।