বান্দরবান কলেজ ছাত্রলীগের উদ্যোগে ভর্তি সহায়তা কেন্দ্র
বিগত সময়ের মতো এবারও বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যেগে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনার্স শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা কেন্দ্র স্থাপন করেছে বান্দরবান সরকারী কলেজ ছাত্রলীগ।
বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ সূত্রে জানা যায়, ভর্তি সহায়তা কেন্দ্র থেকে এসময় বিনামূল্যে ভর্তি খাম, কলম এবং ভর্তি সহায়তা প্রদান করা হয়। শুধুমাত্র হিসাব বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান ভর্তি ইচ্ছুকদের আজ মঙ্গলবার (৭সেপ্টেম্বর) এই সহায়তা প্রদান করা হয়। আজ মঙ্গলবার থেকে ৩ দিনে ভর্তি ইচ্ছুক ১৪শ ছাত্রছাত্রীকে এই সহায়তা প্রদান করা হবে বলে জানা যায়।
এসময় বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুহৃদ বড়ুয়া ও সাধারণ সম্পাদক ইমরান খানসহ অনেকে উপস্থিত ছিলেন।