বান্দরবান কালেক্টরেক্ট স্কুল এন্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এক কোটি টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেক্ট স্কুল এন্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

NewsDetails_03

আজ ১৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ফলক উন্মোচন করে বান্দরবান কালেক্টরেক্ট স্কুল এন্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.সাইফুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো.আব্দুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন