বান্দরবান ঘুরতে আসা তরুণী পর্যটককে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত চাঁদের গাড়ির ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো: রাসেল। রাসেল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পশ্চিম নুলুয়া এলাকার মৃত সোনা মিয়ার সন্তান।
পুলিশ জানায়, সোমবার দুপুরে জেলা পুলিশের একটি দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা ও কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী থেকে চাঞ্চল্যকর পর্যটক ধর্ষণ মামলার মূল অভিযুক্ত আসামী মোঃ রাসেল ড্রাইভারকে গ্রেফতার করে। সে বান্দরবানের মেঘলা পর্যটন এলাকার তালুকদার পাড়ায় বসবাস করতো।
আরো জানা গেছে, ঢাকা থেকে বেড়াতে আসা এই তরুণী গত ২৬ ফেব্রুয়ারি তার বন্ধু হেলাল উদ্দিনকে নিয়ে শহরের বাসস্টেশনের একটি রেস্টুরেন্ট থেকে নাশতা আনতে যান। বন্ধু নাশতার জন্য রেস্টুরেন্টে প্রবেশ করলে বাইরে দাঁড়িয়ে থাকা এই তরুণীকে তার বন্ধুকে পুলিশ নিয়ে গেছে বলে বলেন, ড্রাইভার। পরে ড্রাইভার তরুণীকে থানায় নেবেন বলে পর্যটন মোটেলের ২০৫ নম্বর রুমে নিয়ে গিয়ে ধর্ষন করেন। পরে তরুণীর বন্ধু হেলাল উদ্দিন পুলিশকে ঘটনা অবহিত করলে পুলিশ পর্যটন মোটেল থেকে এই তরুণীকে উদ্ধার করে।
আরো জানা গেছে, এই ঘটনায় বান্দরবান সদর থানার একটি মামলা দায়ের করলে গত ২৬ ফেব্রুয়ারি পর্যটন মোটেলের নিরাপত্তা প্রহরী ওসমান গণিকে গ্রেফতার করার পর ঘটনার মূল হোতা ড্রাইভার রাসেল পালিয়ে যায়।
এই ব্যাপারে বান্দরবান সদর থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন,জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা সম্পর্কে প্রাথমিকভাবে স্বীকার করেছে রাসেল, তাকে আদালতে যথাযথ নিয়মে সোপর্দ করা হবে।