বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২১ কর্মচারীকে নিয়োগ পত্র প্রদান করলেন ক্যশৈহ্লা

purabi burmese market

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত বিভাগ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ প্রাপ্ত ২১ জন কর্মচারীকে আজ আনুষ্ঠানিক ভাবে নিয়োগপত্র প্রদান করেছেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।

এ উপলক্ষ্যে আজ রোববার (২৬ ডিসেম্বর) সকালে পার্বত্য জেলা পরিষদ এর হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্যি।

এসময় নিয়োগ প্রাপ্তদের বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, আপনারা যারা নিয়োগ পেয়েছেন, তারা নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করে দেশের জন্য কাজ করে যাবেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।