বান্দরবান জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ২৭ মে

purabi burmese market

বান্দরবান জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। জেলা শহরের অরুণ সারকি টাউন হলে সকাল ১০টা থেকে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী এতথ্য জানান।

বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা এর সভাপতিত্বে উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সামনের পৌর নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বর্ধিত সভা থেকে দলকে আরো সু-সংগঠিত করতে বার্তা দেওয়া হবে নেতাকর্মীদের। সভায় জেলার ৭টি উপজেলার আওয়ামী লীগের সিনিয়র নেতার উপস্থিত থাকবেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।