বান্দরবান জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কেএসআই মিলনায়তনে দিন ব্যাপী এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা আবু মুছা ফারুকী,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষিপদ দাসসহ জেলার সিনিয়র নেতারা ছাড়াও সাতটি উপজেলা, ২টি পৌরসভা এবং ৩৩টি ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক নানা বিষয় নিয়ে বক্তারা তাদের বক্তব্য প্রদান করেন।
বক্তারা বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের তিনবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নির্বাচিত করার জোর দাবীসহ মোট তিনটি দাবী জানান।