বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
নতুন নবগঠিত কমিটিতে বান্দরবান জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাকিবুর রহমান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি দৌলতুল কবির খান সিদ্দিকী,সহ-সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন,সহ-সভাপতি নুরুল আফছার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, যুগ্ন সাধারন সম্পাদক চনুমং এবং আলী হায়দার বাবুলকে সাংগঠিক সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা একই সাথে অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নিকট জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।