বান্দরবান ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
বান্দরবান ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (৯ নভেম্বর) বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৭০লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এসময় ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে মন্ত্রী কাজ পরিদর্শন করেন এবং কাজের গুনগত মান ভালো করারা জন্য সংশ্লিষ্ট সকলকে নিদের্শনা প্রদান করেন।
এসময় ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নোমান হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।
এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো:ইয়াছির আরাফাত,সহকারি প্রকৌশলী মো:এরশাদ মিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো:আমিনুল ইসলাম, ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপন কুমার দে,পৌর কাউন্সিলর সালেহা বেগমসহ সরকারি ও বেসরকারি উর্ধতন কর্মকর্তা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।