পরে বক্তব্য প্রদান করেন মাছরাঙ্গা টিভির বান্দরবান জেলা প্রতিনিধি কৌশিক দাশ,অভিভাবক কমিটির পক্ষে ইয়াছিন আক্তার,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্র্তা রবীন্দ্রনাথ সাহা। অনুষ্টানে শেষ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো।
এসময় সিং ইয়ং ম্রো বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় আমরা আজ বছরের প্রথম দিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন বছরের বই হাতে তুলে দিতে পারছি। এসময় তিনি অভিভাবকদের নিজ নিজ সন্তানদের লেখাপড়ায় আরো মনোযোগি হতে ও সন্তানের প্রতি নজর দিতে আহবান জানান উপস্থিত সকলকে।এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ডম্যায়ি,চেরী প্রু,শাহনাজ পারভীন,পুলুসে মার্মা,সৈয়দা জান্নাতুল হাবীবা, মিনু মার্মা,সাইমেনু মার্মা,সবিতা রানী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্টানের শেষ পর্যায়ে পরীক্ষায় ভালো ফলাফল করায় প্রতিটি শ্রেণী থেকে ৩জন শিক্ষার্থী আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও কম ছুটি ভোগ করে শিক্ষার্থীদের লেখাপড়ায় বেশি সময় দেয়ার জন্য বিদ্যালয়ের তিনজন শিক্ষিকাকে ও পুরস্কৃত করা হয়। অনুষ্টানে সর্র্বশেষে বিদ্যালয়ের ৩০০জন ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন বছরের বই প্রদান করা হয়।
এদিকে নতুন বছরের বই হাতে পেয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেছে।