আদালত সূত্রে জানা গেছে, গত বছরের পহেলা ডিসেম্বর ঢাকা প্রেসক্লাবে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়া এবং জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারকে কটুক্তি করে তিনি কথা বলেছেন। এতে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং বাদীর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুনাম ও সম্মানহানী হয়েছে। রাষ্ট্রের অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে, যা পূরণের কোনও আর্থিক মানদণ্ড নেই। এ কারণে গত বছরের ১৮ ডিসেম্বর আওয়ামী লীগের সহযোগী সংগঠন শহর যুবলীগের সাধারণ সম্পাদক এহসান উদ্দীন চৌধুরী বাদী হয়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১২৩এ/১২৪এ/৫০১/৫০২/৫০৫ ধারায় মানহানির মামলা করেন।