বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের ৫২ জনকে নিয়োগপত্র হস্তান্তর করলেন বীর বাহাদুর
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত পরিবার পরিকল্পনা বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণি’র কর্মচারী নিয়োগ পরীক্ষায় চূড়ন্ত ভাবে নির্বাচিত ৫২ জনকে নিয়োগপত্র হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হল রুমে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় নিয়োগপ্রাপ্তদের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, কর্মস্থলে যথাযথ দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে যথাযথ ভূমিকা পালন করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার রতন কুমার অধিকারী, পুলিশ বিভাগের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজী, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডাঃ অংচালু, জেলা পরিষদের সদস্য,ন্যস্ত বিভাগের প্রধান ও সাংবাদিকরা।