বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা গুরতর অসুস্থ
ভর্তি করা হলো চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’কে গুরতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি পার্বত্য জেলা পরিষদের নিজ কার্যালয়ে হঠাৎ শ্বাস কষ্টে ভুগছিলেন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে ফ্লোরে বসে পড়েন। তখন দ্রুত উনাকে এ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রওনা দেওয়া হয়।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’কে চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় এ্যাম্বুলেন্সে থাকা মং এ্যা নু মার্মা পাহাড়বার্তা’কে বিষয়টি নিশ্চিত করেন। আজ সোমবার রাত ১০ টার দিকে তিনি পাহাড়বার্তা’কে আরো বলেন, চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চেয়ারম্যান স্যারকে ভর্তি করা হয়েছে।
আরো জানা গেছে, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা প্রতিদিনের মতো পার্বত্য জেলা পরিষদের দাপ্তরিক কর্মকান্ডে সারাদিন ব্যস্ততার মধ্যে সময় কাটান। অফিসেই তিনি অসুস্থ অনুভব করেন।
এদিকে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এর রোগ মুক্তি জন্য পাহাড়বার্তা পরিবার সবার কাছে আশির্বাদ ও দোয়া কামনা করেন।
প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা একই সাথে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।