বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’র হার্টে লাগানো হলো রিং

NewsDetails_01

হার্টে ব্লক ধরা পড়ার কারনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এর শরীরে অপারেশন করা হয়।

আজ মঙ্গলবার (২১ জুন) চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্টে ব্লক ধরা পড়লে পরে চিকিৎসকরা হার্টে দ্রুত রিং লাগানোর সিদ্ধান্ত নেন। পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র এপিএস সাদেক হোসেন চৌধুরী পাহাড়বার্তা’কে ফোনে বিষয়টি নিশ্চিত করেন।

NewsDetails_03

আরো জানা গেছে, আজ দুপুর ২টার দিকে হার্টে রিং লাগানোর (হৃৎপিণ্ডের রক্তনালিতে ব্লকের মাত্রা ৭০ ভাগের বেশি হলে রিং লাগানো বা প্রয়োজনে বাইপাস অপারেশনের প্রয়োজন হয়) পর ফের পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানকে সিসিউতে রাখা হয়। সেখানে চিকিৎসকরা উনাকে ৩ দিন নিবিড় পর্যবেক্ষনে রাখবেন।

গত সোমবার (২০ জুলাই) পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা প্রতিদিনের মতো পার্বত্য জেলা পরিষদের দাপ্তরিক কর্মকান্ডে সারাদিন ব্যস্ততার মধ্যে সময় কাটান। সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি পার্বত্য জেলা পরিষদের নিজ কার্যালয়ে হঠাৎ শ্বাস কষ্টে ভুগছিলেন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে ফ্লোরে বসে পড়েন। তখন দ্রুত উনাকে এ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা একই সাথে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন