বান্দরবান পুলিশের হাতে ৭ নতুন গাড়ি

NewsDetails_01

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি সদর থানায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়কে গাড়ির চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন
অবশেষে বান্দরবান জেলা পুলিশের দীর্ঘদিনের যানবাহন সংকট কাটলো। পাহাড়ে পুলিশের কাজে গতি বাড়াতে বান্দরবান পুলিশে ৭টি নতুন গাড়ি সংযোজিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় পুলিশের সদর দপ্তর থেকে এসব গাড়িগুলো বান্দরবান পুলিশের জন্য দেয়া হয়েছে।
শনিবার দুপুরে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি সদর থানায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়কে গাড়ির চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। এ সময় সেখানে জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা শহিদুল আলম, সিভিল সার্জন ডা. অ সুই প্রু, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সম্পা রানী সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম ছরোয়ারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার একটি ট্রাকসহ ৬টি পিক আপ সদর দপ্তর থেকে বান্দরবানে এসে পৌঁছায়। জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, গাড়িগুলো জেলার আলীকদম, রুমা, থানছি ও লামা থানার জন্য দেয়া হবে। এসব থানা গুলোতে যানবাহনের সংকটের কারনে পুলিশের অভিযানসহ অন্যান্য কাজ করতে সমস্যা হয়ে আসছিল দীর্ঘদিন থেকেই। বান্দরবান পুলিশে জনবল সংকটসহ যানবাহনের সংকটও বিদ্যমান। তবে নতুন গাড়িগুলো দুর্গম এলাকায় পুলিশের কাজে গতি বাড়াবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি জানান, এ সরকারের সময়ে বান্দরবানের বেশির ভাগ থানাগুলো নতুন ভবনসহ আধুনিকায়ন হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি থানার জন্য নতুন যানবাহনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন